ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫


প্রকৌশল প্রতিবেদক:
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫
  • Font increase
  • Font Decrease

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ল্যান্ড ফোন নম্বর পরিবর্তন, নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। বিদ্যমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫।

আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বর চালু হবে। নতুন নম্বর চালু হওয়ার পর থেকে পুরনো নম্বরে আর কখনো ফোন করার সুযোগ থাকবে না। 

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একই সাথে ১০ জন সেবাগ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

নম্বর পরিবর্তনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সব দিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবাগ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনে আধুনিকতা আনার এই সহযোগিতার জন্য বিটিসিএল-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

আগামী ১১ এপ্রিল সকাল ১১ টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। খবর বিজ্ঞপ্তির।

প্রকৌশল নিউজ / এমআরএস