কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত


প্রকৌশল প্রতিবেদক:
কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত
  • Font increase
  • Font Decrease

করোনা মহামারিতে চলমান বিধিনিষেধের স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে অন্য গণপরিবহনের মতো চলছে রেল। গণপরিবহণ খুলে দেয়ার পর শুধু অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিলেও সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ রেলওয়ে।

মোবাইল অ্যাপ ও অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিটিক সংগ্রহ করতে পারবেন রেলের যাত্রীরা। 

আগামী মঙ্গলবার থেকে এই সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এতথ্য জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত মঙ্গলবার একটি চিঠি ইস্যু করে বাংলাদেশ রেলওয়ে। চিঠিতে বলা হয়েছে, আন্তঃনগর ট্রেনের বর্তমান ইস্যু টিকিট সংখ্যা কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ। যার অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে এবং বাকি অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় টিকিট ইস্যু করা হবে। 

কাউন্টার ও মোবাইল অ্যাপ বা অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রার ৪৮ ঘণ্টা আগে থেকে যেকোনও মাধ্যমে ইস্যু করা হবে। টিকিট ফেরত দেয়ার ক্ষেত্রে বর্তমান প্রচলিত নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে। 

এ সময় যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস