সংবিধান ও রাষ্ট্রের উপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে: আইজিপি


প্রকৌশল নিউজ :
সংবিধান ও রাষ্ট্রের উপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে: আইজিপি
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত ক‌রে ব‌লেছেন, সংবিধান ও রাষ্ট্রের উপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে 'জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' শ্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরাম এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র মোকাবেলা এবং স্বাধীনতাবিরোধী ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রজাতন্ত্রের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা রক্ষার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পুনরায় শপথ নেন। বক্তারা বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ এ্যডমিনিস্টেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৯টি ক্যাডারের প্রতিনিধিবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।  

অনুষ্ঠানে সরকারের সিনিয়র সচিববৃন্দ, সচিববৃন্দ ও সমপর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সংস্থার প্রধানগণ, ২৯টি ক্যাডারের কর্মকর্তাগণ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।