বৈরি পরিবেশেও বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ডিএমপি


প্রকৌশল প্রতিবেদক:
বৈরি পরিবেশেও বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ডিএমপি
  • Font increase
  • Font Decrease

চলমান এক সপ্তাহের লকডাউনের চতুর্থ দিনেও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ বাস্তবায়নে সমগ্র ঢাকা শহরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ  (ডিএমপি)।

বর্ষা মৌসুম, পর্যাপ্ত বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক। কিন্তু রাস্তাঘাট যাদের কর্মস্থল তাদের কাছে সেই স্বাভাবিক পরিবেশও বৈরি হয়ে ধরা দেয়।

সরেজমিন পরিদর্শনে দেখতে পায় প্রবল বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে, কেউ বা রেইনকোট পরে এবং ক্ষেত্রবিশেষে কোন কোন পুলিশ সদস্য হালকা বৃষ্টিকে উপেক্ষা করেও সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সমগ্র মেট্রোতে অসংখ্য চেকপোস্ট স্থাপন, জোরালো টহল, অলিগলিতে নজরদারি, ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা ছিল চোখে পড়ার মত।

এসময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে কথা বলে যে বিষয়টি জানা যায় তার মূলকথা হলো, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। কেননা করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) মোকাবেলা করার জন্যই এই বিধিনিষেধ। তাই তারা হাসিমুখে দায়িত্ব পালন করে যাচ্ছে যাতে করে প্রিয় স্বদেশ বাংলাদেশ এই করোনা ঢেউকে  মোকাবেলা করে আবার হাসিতে ভরে উঠতে পারে।

প্রকৌশল নিউজ/এমআরএস