দেশে কোনো আইপি টিভির সরকারি অনুমোদন নেই


প্রকৌশল প্রতিবেদক :
দেশে কোনো আইপি টিভির সরকারি অনুমোদন নেই
  • Font increase
  • Font Decrease

দেশে কোনো আইপি টিভির সরকারি রেজিস্ট্রেশন (অনুমোদন) নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শুক্রবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের শেরীপাড়া এলাকায় সার্কিট হাউজে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে সাতশ' আইপি টিভির আবেদন জমা পড়েছে। সেসব আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওইগুলো এখন ভেরিফিকেশন হবে। গোয়েন্দা সংস্থাগুলো আবেদনপত্র যাচাই-বাছাই শেষে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠবে। এরপর সেগুলো তথ্য মন্ত্রণালয়ে আসবে। তারপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার।

এছাড়া অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। কিছু নিবন্ধন দেওয়া হয়েছে, বাকীগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিন প্রতিমন্ত্রীর সাথে হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি/এমআরএস