হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম আর নেই


প্রকৌশল প্রতিবাদক :
হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম আর নেই
  • Font increase
  • Font Decrease

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১.৪০ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার জাতীয় প্রেসক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েখদের একটি অনুষ্ঠানে অংশ নেন। রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে তিনি স্ট্রোক করেন। শনিবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তখন বলেছিলেন, তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এজন্য তাকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, নুরুল ইসলাম জিহাদীর নামাজে জানাজা বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আর তার দাফন সম্পন্ন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়। এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।