সনদ ছাড়া যাত্রী পরিবহনে বুরাককে ৩ লাখ টাকা জরিমানা


প্রকৌশল নিউজ :
সনদ ছাড়া যাত্রী পরিবহনে বুরাককে ৩ লাখ টাকা জরিমানা
  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিভিন্ন দেশ নানান ব্যবস্থা গ্রহণ করেছে।  এর অংশ হিসেবে করোনা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্য করোনা সনদ  ছাড়া লিবিয়া থেকে ঢাকায় যাত্রী নিয়ে আসায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বুরাক এয়ারকে। এয়ারলাইন্সটি ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা না করায় তাদের জেনারেল সেলস এজেন্ট অ্যাডভান্স এভিয়েশন ম্যানেজমেন্টের কাছ থেকে এই অর্থ আদায় করা হয়।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

জানা গেছে, ২২ ডিসেম্বর বিকালে লিবিয়া থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট৷ এ ফ্লাইটটি চালনা করতে বাংলাদেশ যেসব শর্ত দিয়েছিল সেখানেই উল্লেখ করা ছিল যেসব যাত্রীকে সিভিল এভিয়েশন অথরিটির পরিপত্র মোতাবেক কোভিড টেস্ট রিপোর্টসহ আসতে হবে৷ কিন্তু ঢাকায় অবতরণের পর হেলথ ডেস্কের কর্মীরা মাত্র তিন জন যাত্রীর কাছে কোভিড সনদ পান৷

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সুযোগ দেন। অবশিষ্ট ১৫০ জন যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষা সংক্রান্ত কোনও সনদ ছিল না৷ ফলে বাড়ি না গিয়ে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হন৷ ১৫০ যাত্রীর ভোগান্তি সৃষ্টির জন্য বুরাক এয়ার এ বিশেষ ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান অ্যাডভান্স এভিয়েশন ম্যানেজমেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট কোর্ট।