প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিলে রাষ্ট্রপতির সম্মতি


ডেস্ক নিউজ
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিলে রাষ্ট্রপতির সম্মতি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ তাঁর সদয় সম্মতি প্রদান করেছেন।

সংসদ সচিবালয়ের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি এ বিলে সম্মতি দেওয়ায় বিলটি আইনে পরিণত হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এ আইনেই হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।