পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি


সূত্র-বাসস
পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি
  • Font increase
  • Font Decrease

পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে পুলিশ ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার রয়েছেন।

ওএসডি হওয়া উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ, ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, ডিআইজি মো. জাকির হোসেন খান, ডিআইজি  মো. শাহ আবিদ হোসেন, ডিআইজি ইলিয়াস শরীফ, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মাসুদ আহম্মদ, মারুফ হোসেন সরদার, বিজয় বসাক, ফারুক উল হক, আমির জাফর, হেদায়েতুল ইসলাম, শফিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার জয়নুল আবেদীন, জাহাঙ্গীর মল্লিকসহ ৮২ জন কর্মকর্তা রয়েছেন।