প্রেসক্লাবকে ব্যবহার করে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রদল: তথ্যমন্ত্রী


প্রকৌশল প্রতিবেদক :
প্রেসক্লাবকে ব্যবহার করে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রদল: তথ্যমন্ত্রী
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবকে ঢাল হিসিবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

সোমবার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (ছাত্রদল) হাজার হাজার ইট-পাথরের টুকরো পুলিশের ওপর নিক্ষেপ করেছে। প্রেসক্লাবে আমি নিয়মিত যাই, সেখানে তো কোনো পাথরের স্তূপ নেই, তার মানে এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল। পুলিশের সঙ্গে ছাত্রদলের ঘটনা হয়েছে। পুলিশের সঙ্গে সাংবাদিকদের বা প্রেসক্লাবের কোনো ঘটনা ঘটেনি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রেসক্লাবকে ব্যবহার করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো উচিত না। প্রেসক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান, প্রেসক্লাব সাংবাদিকদের প্রতিষ্ঠান, প্রেসক্লাব নিরপেক্ষ জাতীয় প্রতিষ্ঠান। সব রাজনৈতিক দল, মত ও পথের জন্য এটি উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের ওপর হামলা হয়, লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হয় সেটা খুবই অনভিপ্রেত।’

তিনি বলেন, ‘এটিএন বাংলার একজন সাংবাদিক ইটের আঘাতে আহত হয়েছেন, তারা (ছাত্রদল) তো প্রথম দোষী। এ ধরনের ঘটনা অনভিপ্রেত, দুঃখজনক, এটি হওয়া অনুচিত। কেউ যেন এভাবে প্রেসক্লাবকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সব দেশে এ ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে। উন্নত দেশগুলোতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং শাস্তির বিধান করা হয়। তবে অবশ্যই এ আইনের যাতে কোনো অপব্যবহার না হয়, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রকৌশল নিউজ/এস