আওয়ামী লীগ থেকে পদত্যাগের দাবি কাদের মির্জার


প্রকৌশল নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ থেকে পদত্যাগের দাবি কাদের মির্জার
  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

সম্প্রতি আব্দুল কাদের মির্জা তার ব্যবহৃত ফেসবুক আইডিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে, নিজের কর্মী-সমর্থকদের প্রশাসনিক হয়রানি ও নিপীড়ন এবং ক্ষমতাসীনদের কাছ থেকে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

কাদের মির্জা বলেন, এখন থেকে তিনি দলের আর কোন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না। তবে তার নিজের কর্মী ও অনুসারীদের দূর থেকে তাদের সমর্থন করবেন বলে জানান তিনি।

ফেসবুকে কাদের মির্জার যে পোস্টটি ছড়িয়ে পড়ে সেখানে বলা হয়, ‘আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।’ নিজের ভাই ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি পদ-পদবির জন্য অপশক্তির কাছে মাথা নত করেছেন।’