মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে রংপুর অঞ্চল : খালিদ মাহমুদ চৌধুরী


আজাদুল ইসলাম আজাদ, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি :
মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে রংপুর অঞ্চল : খালিদ মাহমুদ চৌধুরী
  • Font increase
  • Font Decrease

উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী দেশে যে চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করলেন তারমধ্যে রংপুরে একটি। রংপুরের উন্নয়নের কথা চিন্তা করে পীরগঞ্জ উপজেলায় মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেছেন,  ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশের সব সম্ভাবনা শেষ করে দিয়েছিলো ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে সম্ভবনাময় একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় মেরিন একাডেমী পরিদর্শনে এসে একাডেমির অডিটরিয়াম হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন মেরিন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে কর্মস্থলে মাসে যে পরিমান অর্থ আয় করতে পারবেন তা ৫০ জন প্রবাসীর ১ মাসের আয়ের সমতুল্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকে পরবর্তীতে ক্ষমতায় এসে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। এতে করে বীর উত্তম খেতাবকে অপমান করা হয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করেছেন।

এজন্য তার বীর উত্তম খেতাব কেড়ে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ মেরিন একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে রংপুর অঞ্চল।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল গোফফার চৌধুরী, বাংলাদেশে ৪টি মেরিন একাডেমি নির্মাণ প্রকল্পের পরিচালক নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রফিক আহম্মেদ সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও বিরোদা রানী রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমুখ বক্তব্যে রাখেন। মেরিন একাডেমি পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী  মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রায়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্প মাল্য অর্পন ও মোনাজাত করেন।

উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক প্রায় ১’শ ৫ কোটি টাকা ব্যয়ে পীরগঞ্জে এ মেরিন একাডেমির নির্মাণ কাজ সম্পন্ন করা  হয়েছে।