পেশাগত সমস্যা সমাধানে আইডিইবি’র সংবাদ সম্মেলন মঙ্গলবার


প্রকৌশল নিউজ :
পেশাগত সমস্যা সমাধানে আইডিইবি’র সংবাদ সম্মেলন মঙ্গলবার
  • Font increase
  • Font Decrease

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায়সঙ্গত পেশাগত সমস্যা সমাধানে কালক্ষেপণ এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০১৫ এ অসামজ্ঞস্যতা সৃষ্টির মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের অবহেলা করার প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আগামী মঙ্গলবার (২মার্চ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

সোমবার আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবন সেমিনার হলে (কক্ষ ৮০২) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায়সঙ্গত পেশাগত সমস্যা সমাধানে কালক্ষেপণ এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০১৫ এ অসামজ্ঞস্যতা সৃষ্টির মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের অবহেলা করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআর