মেট্রোরেলের প্রথম ট্রেন বাংলাদেশের পথে


প্রকৌশল প্রতিবেদক :
মেট্রোরেলের প্রথম ট্রেন বাংলাদেশের পথে

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

মেট্রোরেলের ট্রেন জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আজ বৃহস্পতিবার তাদের ফেসবুক পাতায় ট্রেন সেটটির একটি ছবিও প্রকাশ করেছে। জাইকা বাংলাদেশ বলেছে, ২৪ সেট ট্রেনের মধ্যে প্রথম সেটটি বুধবার রাতে জাপানের কোবে বন্দর থেকে জাহাজে উঠেছে। শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে।

প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘ট্রেনটি জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে।’ এই ট্রেনটি গত ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার এবং ২৩ এপ্রিল মংলা বন্দর হয়ে রাজধানীর দিয়াবাড়ির একটি ডিপোতে পৌঁছনোর কথা ছিল।

তবে, আবহাওয়া অনুকূলে না থাকায় ২০ ফেব্রুয়ারি সেটি পাঠানো যায়নি বলে গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানিয়েছিলেন এমএএন সিদ্দিক। তিনি আজ বলেন, ‘আমরা এখনও আশা করছি ট্রেনটি ২৩ এপ্রিলের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। তবে এটাও নির্ভর করবে আবহাওয়ার ওপর।’

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত  নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬। জাইকার অর্থায়নে ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের লাইন নির্মিত প্রজেক্টটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। জানুয়ারি পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় ৫৭ শতাংশ। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি ৮০ শতাংশের মতো। এই অংশে উড়ালপথ তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

প্রকৌশলনিউজ/এসআই