৫০ লাখ টাকা ঘুষ দাবী আইডিআরএ চেয়ারম্যানের!


বদরুল আলম শাওন
৫০ লাখ টাকা ঘুষ দাবী আইডিআরএ চেয়ারম্যানের!
  • Font increase
  • Font Decrease

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ উঠেছে।

সম্প্রতি এমন একটি অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক এ বিষয়ে তদন্তের জন্য কমিশনের অনুসন্ধান ও তদন্ত বিভাগের এক পরিচালককে দায়িত্ব দিয়েছে। দুদক সূত্রে বলা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন অনৈতিকভাবে ৫০ লাখ টাকা উৎকোচ দাবী করেছেন। এবিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ওই পরিচালককে।

তবে অভিযোগের বিষয়ে আইডিআরএ- এর চেয়ারম্যানের ফোন নম্বর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এছাড়া চেয়ারম্যানের একান্ত সচিবের সাথে একাধিকবার চেষ্টা করার পর মোশারফ হোসেন মিটিংয়ের ব্যস্ততার অজুহাত তুলে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন।

এর আগেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে। একটি বেসরকারি বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে তিনি ক্ষমতার এ অপব্যবহার করেছেন।

অভিযোগে জানা যায়, মোশারফ হোসেন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে গত বছরের সেপ্টেম্বরে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহীনকে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নিয়োগের আবেদন অনুমোদন করেন। যা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে ড. এম মোশারফ হোসেনকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর আগে তিনি ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক আইডিআরএ-তে সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। আইডিআরএ’র সদস্যের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২৬ বছরের কর্ম অভিজ্ঞতায় তিনি একাধিক জীবনবিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা, একটি বিমা কোম্পানিতে অপারেশন হেড, একটি মার্চেন্ট ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকসহ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও একাধিক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন।

প্রকৌশল নিউজ/শা