বার্ষিক কর্মসম্পাদন চুক্তি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 'প্রথম'


প্রকৌশল নিউজ :
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 'প্রথম'
  • Font increase
  • Font Decrease

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ৩টি অধিদপ্তর-দপ্তর ও সংস্থা তাদের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এ.পি.এ) সফলভাবে বাস্তবায়ন করেছে। এই ৩টি অধিদপ্তর-দপ্তর ও সংস্থাকে মূল্যায়ণের ভিত্তিতে এ.পি.এ প্রনোদনার জন্য নির্বাচিত করেছে মন্ত্রণালয়। এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হয়েছে প্রথম ।

১৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এই অফিস আদেশে বলা হয়েছে, মূল্যায়নের ভিত্তিতে প্রথম অবস্থানে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

অফিস আদেশে আরও বলা হয়েছে, এ.পি.এ প্রনোদনার জন্য নির্বাচিত অধিদপ্তর-দপ্তর ও সংস্থাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

প্রকৌশল নিউজ/এমআর