চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ


প্রকৌশল নিউজ ডেস্ক :
চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম টেস্টের ২য় দিনের খেলা শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের থেকে পিচিয়ে আছে ৩৫৫ রানে। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। 

সিরিজের ১ম টেস্টের ১ম ইনিংসে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারের ১ম সেঞ্চুরিতে ৪৩০ রানের বড় সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। 

২য় দিনের শুরুতে ৫ উইকেটে ২৪২ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাস ব্যাট হাতে দলকে লিড এনে দেয়ার স্বপ্ন দেখান। তবে দিনের শুরুতেই ফিরে যান লিটন। তার সংগ্রহ ৩৮ রান। এরপর মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব। তুলে নেন ক্যারিয়ারের ২৫তম ফিফটি। সাকিব আউট হন ৬৮ রান করে। 

তবে অন্যপ্রান্তে  মিরাজ দুই টেল এন্ডার তাইজুল ও নাঈম হাসানকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন দলকে। তাইজুলের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন মিরাজ। এরপর নাঈমের সঙ্গে গড়েন ৬৭ রানের জুটি। তবে তাইজুল ও নাঈম ফিরে গেলেও, পথ হারান নি মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি। ১৬৮ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটি সাজান ১৩টি বাউন্ডারির সাহায্যে। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, দল তখন রান পাহাড়ে। ৪৩০ রানের বড় সংগ্রহ পায় মুমিনুল হকের দল।

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়ে উইন্ডিজরা। দলীয় মাত্র ১১ রানেই আউট হয়ে যান ওপেনার জন ক্যাম্পবেল। তার সংগ্রহ মাত্র ৩ রান। মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর আবারো কাটার মাস্টারের শিকার হন শেন মজিলি। মাত্র ২ রানে তাকে ফেরান মুস্তাফিজ। দলের রান তখন ২৪।

এরপর ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের হাল ধরেন। তাকে সঙ্গ দেন বনার। দুজনে মিলে গড়েছেন অনবদ্য ৫১ রানের জুটি। ব্র্যাথওয়েট অপরাজিত আছেন ৪৯ রানে। বনারের সংগ্রহ ১৭ রান।