টেস্টে হোয়াইট ওয়াশ বাংলাদেশ
সিরিজ শুরুর আগে ‘আনকোরা’ ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। সেই দলটির কাছেই টেস্ট সিরিজে ঘরের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পর এবার ঢাকা টেস্টে ৪ দিনেই ম্যাচ জিতে নিল উইন্ডিজরা।
২৩১ রানের লক্ষ্যে নেমে ব্যাট হাতে উড়ন্ত সূচনাই করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরই মাঝে নিজের ২৮তম ফিফটিও তুলে নেন তামিম। এরপরই ক্যারিবীয় স্পিনে মড়ক লাগে ইনিংসে! একের পর এক ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয়ে পড়ে দল। যা থেকে আর উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
শেষ ভরসা মেহেদী মিরাজ ৩১ রান করে আউট হলে ১৭ রানের অনিন্দ্যসুন্দর জয় তুলে নিয়ে টাইগারদের ২-০ ব্যাবধানে হারিয়ে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ। যে জয়ে রাহকীম কর্নওয়াল একাই নিয়েছেন ৯টি উইকেট এবং ক্যাপ্টেন ব্রাথওয়েট ও ওয়ারিক্যান নেন ৩টি করে উইকেট।
১৬৮ রানে অষ্টম উইকেট হারানোর পর শেষ দুইজনকে নিয়ে তখনও আশা জিইয়ে রেখেছিলেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ। তবে দলীয় ১৮৮ রানে নাঈম হাসান (১৪) আউট হয়ে গেলে শেষ দিকে একাই লড়াই চালিয়ে দলকে অনেকটা কাছাকাছি নিয়ে যান মিরাজ। তিন চার ও দুই ছয়ে ৩১ রানে ওয়ারিক্যানের তৃতীয় শিকার হলে শেষ হয়ে যায় সব আশা ভরসা। ২-০ ব্যাবধানে সিরিজটি জিতে নিয়ে আনন্দ উৎসবে মাতে ক্যারিবীয়রা।
এর আগে সৌম্য সরকার ১৩ রানে এবং তামিম ইকবাল ৫০ রান করে ক্যারিবীয় ক্যাপ্টেন ব্রাথওয়েটের পাতা ফাঁদে ধরা পড়েন। নাজমুল হোসাইন শান্ত (১১) ব্যর্থ হন আবারও, শিকার হন কর্নওয়ালের। ক্যারিবীয় এই দানব পরে আরও তিনটি উইকেট নেন। মাঝে ওয়ারিক্যান ৩টি ও ব্রাথওয়েট আরও একটি উইকেট তুলে নিলে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ।
প্রকৌশল নিউজ/এস