ম্যারাডোনার জন্য আইনী 'লড়াই'য়ে ৬ নারী


প্রকৌশল নিউজ :
ম্যারাডোনার জন্য আইনী 'লড়াই'য়ে ৬ নারী
  • Font increase
  • Font Decrease

ফুটবল যাদুকর দিয়েগো ম্যারাডোনা যে অর্থ-সম্পদ রেখে গেছেন তার উত্তরাধিকার নিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ম্যারাডোনার ব্যক্তিগত জীবনে বহু নারীর আসা-যাওয়া, এবং তাদের গর্ভজাত সন্তানদের কারণেই সৃষ্টি হতে পারে এই জটিলতা। তার রেখে যাওয়া বহু বাড়ি, লোভনীয় প্রচারস্বত্ব থেকে শুরু করে বেলারুস থেকে পাওয়া উভচর ট্যাংকের মত বহু সম্পত্তি কে ভোগ করবে দেখা দিয়েছে সেই জটিলতা।  

কিন্তু গত সপ্তাহে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তিনি মারা যাবার সাথে সাথে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে, তার সম্পদের পরিমাণ কত এবং ঠিক কতজন তার উত্তরাধিকারের দাবিদার হবেন - তা নিয়ে।

ছয়জন নারীর সাথে কয়েক দশকব্যাপি রোমান্টিক সম্পর্কের সূত্রে তাদের গর্ভে কমপক্ষে আটটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, তার সম্পত্তি এই সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

সূত্র-বিবিসি বাংলা