বর্বরতা বন্ধে সালাহর আকুতি
রোজার সময়েও অমানবিক অত্যাচারে ইসরায়েলের হাতে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। নামাজ-ইফতার কিংবা সাহরি কিছুতেই মনুষ্যত্ব টলছে না। ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। যাদের কথা বলার কথা, উচ্চস্বরে সরব হওয়ার কথা, তারা আছেন নিশ্চুপ।
তবে ফিলিস্তিনিদের কান্না ছুঁয়ে গেছে বিশ্ববাসীর কাছে। বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে ফুঁসে উঠেছেন অনেক দেশের ফুটবলাররাও। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নুরি সাহিনের পাশাপাশি বায়ার্ন মিউনিখের লেফটব্যাক আলফোনসো ডেভিস, চিলির ফুটবল ক্লাব ডিপোর্তিভো প্যালেস্তিনোর খেলোয়াড়রা হামলার জন্য প্রতিবাদ জানিয়েছেন।
এবার বড়সড় এক বিবৃতিতে নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল এক টুইট বার্তায় সালাহ লিখেছেন, ‘যে দেশটায় চার বছর ধরে আমার বাড়িঘর, সেই দেশের প্রধানমন্ত্রীসহ আরও সব বিশ্বনেতাকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে এই নৃশংসতা থামান। যথেষ্ট হয়েছে। নিরস্ত্র, নিরপরাধ মানুষকে নির্বিবাদে হত্যা করা হচ্ছে, এটা থামান, এখনই।’
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে নামাজরত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। এর মধ্যে অন্তত ১৩ জন শিশু রয়েছে। এ ছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।