৬০ রানেই অলআউট নিউজিল্যান্ড


প্রকৌশল প্রতিবেদক :
৬০ রানেই অলআউট নিউজিল্যান্ড
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ দল ঘরের মাঠে যে কতটা ভয়ংকর, অস্ট্রেলিয়ার পর টের পাচ্ছে নিউজিল্যান্ডও। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার মুখোমুখি হয়েছে দুই দল।

বুধবার (০১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকালে টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা।

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই টাইগারদের বোলিংয়ে রীতিমত পর্যদুস্ত কিউইরা। বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

মাত্র ৯ রানেই ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনেই করেন ১৮ রান করে। ২ রানের ব্যবধানে দুইজনকেই বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও। বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। বাকি উইকেট মেহেদীর।

টম ল্যাথামের দল ১৬.৫ ওভারেই অলআউট হয়েছে ৬০ রানে। এটিই যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন।

প্রকৌশলনিউজ/সু