টিকটক আনলো নতুন ফিচার


প্রকৌশল নিউজ ডেস্ক :
টিকটক আনলো নতুন ফিচার
  • Font increase
  • Font Decrease

আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন ফিচার এনেছে টিকটক। এই ফিচারের সাহায্যে মৃগী রোগীরা চাইলেই সুনির্ষিষ্ট কিছু ভিডিও এড়িয়ে যেতে পারবেন।


ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলকে এ ধরনের ভিডিও থেকে দূরে রাখতে পারবেন। এখন থেকে কোনো ব্যবহারকারীর সামনে আলোক সংবেদনশীল ভিডিও চলে এলে তাদেরকে একটি নোটিফিকশন পাঠানো হবে। ভবিষ্যতে এ ধরনের সব ভিডিও এড়িয়ে যাওয়ার আহবান জানানো হবে ওই নোটিফিকেশনে। টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্মকে “সবার জন্য প্রবেশযোগ্য” বানাতে চায় তারা।

হুট করেই এক ধরনের ভিডিও আলোর ফিল্টার ও ‘সিজার-চ্যালেঞ্জ’ জনপ্রিয় হয়ে ওঠে গোটা টিকটক প্ল্যাটফর্মে। ওই চ্যালেঞ্জে সাড়া দিয়ে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে লুসিড ড্রিমস গান বাজিয়ে মৃগী রোগ আক্রমণের প্রভাব নকল করা শুরু করে।

পরে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদের আওয়াজ তোলে বিশ্বে মৃগী রোগ সংশ্লিষ্ট নানাবিধ দাতব্য সংস্থা। চ্যালেঞ্জটিকে খুব আপত্তিকর বলেও আখ্যায়িত করে তারা।

উল্লেখ্য, শুধু যুক্তরাজ্যেই প্রতিদিন ৩৭ লাখ ব্যবহারকারী সক্রিয়ভাবে টিকটক ব্যবহার করেন। দাতব্য সংস্থা ‘ইউকে’স এপিলেপসি সোসাইটি’র অনুমান, এর মধ্যে অন্তত দুই লাখ ৪০ হাজার ব্যবহারকারী আলোক সংবেদনশীল মৃগী রোগে আক্রান্ত।