ফুলতলায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান


ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
ফুলতলায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান
  • Font increase
  • Font Decrease

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, করোনার প্রাদুর্ভাবে বিশ্বের পরাশক্তির দেশগুলো বিপর্যস্ত হলেও সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশে প্রাণঘাতি কম এবং অর্থনৈতিক চাকা সচল রয়েছে। জনগণ ভাল থাকলে দেশ ভাল থাকবে। এ জন্য সরকার কর্মহীন মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার ডাবুর মাঠে অনুষ্ঠিত করোনাকালীন লকডাউনে কর্মহীন, দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউএনও সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. ইউসুফ আলী, খুলনা জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আজিজুল হক জোয়াদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খায়রুল আলম। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভূইয়া, শেখ মনিরুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম খান, শেখ আবুল বাশারসহ স্থানীয় সাংবাদিক নেতারা। 

উপজেলার ইউনিয়ন প্রতি ২শ’ ৫০ টি দরিদ্র এবং দুঃস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বরুপ নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।