খুলনায় সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা গণপরিবহন বন্ধ!
খুলনায় আজ সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণসহ সকল রুটে ২৪ ঘণ্টা গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই তথ্য গণমাধ্যমকে জানান খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা।
তিনি বলেন, শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে। তাই মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক খুলনার অভ্যন্তরীণসহ সকল রুটে গণপরিবহন বন্ধ রাখা হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শনিবার বেলা ৩টায় নগরীর মহারাজ চত্বরে বিএনপির সমাবেশ আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের চাপ দিয়ে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে।’
মঞ্জু অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করেই বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান এবং নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি জনপ্রিয় দল। এ দলের সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সরকার বিএনপি'র কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চায়।’
তিনি বলেন, ‘বাধা, ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশে আসবে। খুলনাবাসী সমাবেশে আসার জন্য অধীর আগ্রহে বসে আছে। খুলনায় যে কোন মূল্যে সমাবেশ করবে বিএনপি। বাস বন্ধ করে বিএনপির সমাবেশ বন্ধ করা যাবে না।’
উল্লেখ্য, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয় মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।
প্রকৌশল নিউজ/সু/এস