লঞ্চডুবি : ২৬ জনের মরদেহ উদ্ধার


প্রকৌশল প্রতিবেদক :
লঞ্চডুবি :  ২৬ জনের মরদেহ উদ্ধার
  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া ‘সাবিত আল হাসান’ নামের যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সাড়ে ১২টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে। এসময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো।

এদিন দুইবার লঞ্চটিকে অর্ধেকের বেশি তোলা হলেও আবার ডুবে গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ভেতরে আরো মরদেহ আটকে থাকতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, লঞ্চ ও ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উদ্ধার কাজে অংশ নেয় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা।

সাবিত আল হাসান নামের ওই লঞ্চটি রোববার সন্ধ্যায় ওই নদীর চর সৈয়দপুর এলাকার চায়না ব্রিজ সংলগ্ন স্থানে ডুবে যায়। সন্ধ্যা ৬টার কিছু সময় পরে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রকৌশলনিউজ/এসআই