ভুট্টা ক্ষেতে ব্যাপকহারে পোকার আক্রমণ
যতদূর চোখ যায় শুধুই ভুট্টার সবুজ খেত। দেশের দক্ষিণ পশ্চিঞ্চলের জেলাগুলোরে মধ্যে ভুট্টা চাষে অনেকটা এগিয়ে চুয়াডাঙ্গা জেলা। প্রতিবারের মতো এবারও চুয়াডাঙ্গায় উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টার আবাদ করেছেন কৃষকরা। তবে, বিগত বছরগুলোর তুলনায় এবার ব্যাপকহারে বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্মের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন ভুট্টা চাষিরা। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে কৃষি বিভাগের কাছে ছুটছেন কৃষকরা।
বিশেষজ্ঞরা এ আক্রমণকে ব্যাপক বলে আখ্যা দিলেও স্থানীয় কৃষি বিভাগ বলছে সহনীয়। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ফল আর্মিওয়ার্ম পোকার তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হবেন না কৃষকরা বলে মনে করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এবছর চুয়াডাঙ্গা জেলায় ৪৮ হাজার ৫শ হেক্টর জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। ইতোমধ্যে জেলার চার উপজেলায় ৩৭ হাজার ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষকরা।