হেফাজতের তাণ্ডব : বন্ধ হল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যক্রম


প্রকৌশল নিউজ ডেস্ক :
হেফাজতের তাণ্ডব : বন্ধ হল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যক্রম

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পৌরসভার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের সময় সে এলাকা ব্যাপক ক্ষতি হয়।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গানপাউডার ও পেট্রোল ঢেলে পৌরসভা ও পৌর মিলনায়তনের সব কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে, আবার কবে থেকে পৌরসভার কার্যক্রম আবার শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হরতালে পৌরসভার ক্ষয়ক্ষতির বিবরণসহ গতকাল শুক্রবার একটি নোটিশ জারি করে ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্র জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগে পৌর কার্যালয়ের পাঁচটি এসি, ২৫টি কাঠের আলমারি, ২০টি স্টিলের আলমারি, ১৮টি কম্পিউটার, পাঁচটি ল্যাপটপ, চারটি ফটোকপি মেশিন, ৩৪টি টেবিল, সাতটি সেক্রেটারিয়েট টেবিল ও ১১৫টি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।