হেফাজতের মাওলানা জালাল গ্রেপ্তার
প্রকৌশল প্রতিবেদক:
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
একাধিক নেতা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এতথ্য নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
ডিবি সূত্র জানায়, গোয়েন্দা মতিঝিল জোনাল টিম মাওলানা জালালকে শুক্রবার রাতে মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজই আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।
প্রকৌশল নিউজ/এমআরএস