পরিবারের ৫ জনকে এসিড নিক্ষেপ: হামলাকারী গ্রেপ্তার


প্রকৌশল প্রতিবেদক :
পরিবারের ৫ জনকে এসিড নিক্ষেপ: হামলাকারী গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

রাজধানীর লালবাগ এলাকায় নিজ পরিবারের পাঁচ সদস্যের ওপর এসিড নিক্ষেপে করে নিজের শরীরেও এসিড ঢেলে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। সেইসাথে এসিডে দগ্ধ হামলাকারীসহ ছয়জনকে হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম, আলী হোসেন (৪০)। আহতরা হলেন আলীর মা মোমেনা বেগম (৭০), আনোয়ার হোসেন (৫২), ইকবাল হোসেন (৪৫), বোন জামিলা আক্তার (৩০) এবং ভাগ্নে সালেহীন (২০)।

মঙ্গলবার ভোর সাড়ে চারটায় লালবাগ এলাকার কাশ্মীটোলা লেনের ১৫ নম্বর বাসা থেকে এক ব্যক্তি ৯৯৯ এ ফোন করে জানান, বাড়িটিতে বসবাসকারী একটি পরিবারের সদস্যদের মধ্য থেকে একজন তার পরিবারের পাঁচজনের গায়ে এসিড ছুঁড়ে মেরেছে। সেই সাথে এসিড ছোঁড়া ব্যক্তি নিজের শরীরেও এসিড ঢেলেছেন। এমন সংবাদ পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ লালবাগ থানাকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে বললে লালবাগ থানার একটি পুলিশ দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরবর্তীতে লালবাগ থানার এসআই ফয়সাল ৯৯৯ কে ফোনে জানান, পারিবারিক ঝগড়া বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত আলী হোসেন (৪০) তার পরিবারের পাঁচ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করে নিজের গায়ে এসিড ঢেলে দিয়েছেন। আলী স্থানীয় একটি ব্যাটারি দোকানের কর্মচারী, তার ও পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হওয়ার পর তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।  

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হামলাকারী আলী হোসেন মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত।

তাদের সবাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে- জামিলা, ইকবাল ও সালেহীন এর চোখের মধ্যে এসিড দগ্ধ হওয়ায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আলীকে পুলিশ হেফাজতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকৌশল নিউজ/এমএস