জমিজমার ভাগাভাগি নিয়ে খুন মসজিদের ইমাম, গ্রেফতার তিন: সিআইডি
জমিজমার ভাগাভাগি নিয়ে বাগবিতন্ডার জের ধরে ব্রাক্ষণবাড়িয়ার সড়াইলে মসজিদের ইমাম আব্দুর রহিম (৬০) কে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সোমবার (০২ আগস্ট) সকালে রাজধানীর মালিবাগের সিআইপির প্রধান কার্যালয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নিয়ে সংবাদ সম্মেলেনে এ কথা বলেন তিনি।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, এই হত্যাকাণ্ডে আসামি সহেদ মিয়া(৫০) এবং তার ছেলে তিন নং আসামি জুনাইদ মিয়া (২০) কে ঢাকার তেজগাঁও এবং দুই নং আসামি আব্দুল্লাহ (৪০) কে ঢাকার খিলগাও হতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ২০ জুলাই ২০২১ তারিখে তার সহোদর দুই ভাই পরিবারসহ ঢাকা হতে ঈদ উদযাপন করতে বাড়িতে এসে দেখে যে, ভিকটিম তার বসত ঘরের ভিটের মাটি ঠিকঠাক করার কাজ করছে। এ নিয়ে ভিকটিমের সাথে তার ছোট দুই ভাই সহেদ মিয়া (৫০) এবং আব্দুল্লাহ(৪০) এর সাথে প্রচন্ড বাকবিতন্ডা হয়। অতঃপর দুপুরে সাহেদ মিয়া (৫০), আব্দুল্লাহ (৪০), ভাতিজা জুনাইদ মিয়া (২০) এবং আব্দুল্লাহ’র স্ত্রী রত্না বেগম (৩৫) বল্লম ও লাঠি দিয়ে জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত পূর্বক পালিয়ে যায়।
ঘটনাটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় আলোচিত ঘটনা হিসাবে প্রচারিত হলে সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত আরম্ভ করে বলেও জানান তিনি।
মুক্তা ধর বলেন, নৃসংশ এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।