হেফাজত নেতা মুফতি কাশেমী গ্রেপ্তার


প্রকৌশল প্রতিবেদক:
হেফাজত নেতা মুফতি কাশেমী গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর ভাটারা থানার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়ারী (ডিবি) জোনের ডিসি মো. আ. আহাদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ডেমরা জোনাল টিমের লিডার মো. আজহারুল ইসলাম মুকুল।

ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ প্রকৌশল নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে ডিবি ওয়ারির ডেমরা জোনের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সম্প্রতি পল্টন এলাকায় নাশকতার ঘটনায় সরাসরি জড়িত।

সম্প্রতি দেশব্যাপী হেফাজত ইসলাম কর্তৃক তাণ্ডব জ্বালাও পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিতিসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী হিসেবে একাধিক মামলার আসামি মুফতি হাবীবুল্লাহ।

প্রকৌশল নিউজ/এমআরএস