কেরানীগঞ্জে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
ঢাকা অদূরে কেরানীগঞ্জ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম মো. রায়হান ফৌজদার (৩৩)। তার বাড়ি রাজশাহী। তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ফৌজদারকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দেশের বাহিরে থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে। এছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উস্কানীমূলক, উগ্রবাদী বিভিন্ন পোষ্ট প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরও জানান, আসামির সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা ও লিফলেট হতে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস