মাছের ট্রাকে সোয়া দুই কোটি টাকার হেরোইন : গ্রেপ্তার ২


প্রকৌশল প্রতিবেদক:
মাছের ট্রাকে সোয়া দুই কোটি টাকার হেরোইন : গ্রেপ্তার ২
  • Font increase
  • Font Decrease

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাছের ট্রাকে হেরোইন পাচারের সময় দুই কোটি ২০ লাখ টাকা দামের দুই কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন গাড়িচালক মো. সোহেল রানা এবং চালকের সহকারী মো. হুমায়ুন কবির।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং নগদ আড়াই হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে দুই কোটি ২০ লাখ টাকা দামের দুই কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক সোহেল রানা এবং চালকের সহকারী হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তারা জানতে পারে রাজশাহী থেকে একটি মাছবোঝাই মিনি ট্রাকে কিছু মাদক কারবারি অবৈধ হেরোইনসহ যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। পরে র‌্যাব-১০ এর ওই দলটি যাত্রাবাড়ী থানার গোলাপবাগ কোয়ালিটি সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের সামনে তল্লাশি চৌকি বসায়। ওই তল্লাশি বসিয়ে তারা রাজশাহী থেকে আসা সন্দেহজনক মাছ বোঝাই মিনি ট্রাককে আসতে দেখে ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাক থেকে পালানোর চেষ্টাকালে চালক ও চালকের সহকারীকে আটক করে। এ সময় আরও দুইজন ট্রাক থেকে পালিয়ে যায়।

চালক ও তার সহকারীর তথ্যমতে, ট্রাক তল্লাশি করে বসার সিটের মাঝখান থেকে একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগ থেকে ২১টি স্বচ্ছ ইনটেক পলিথিনে প্যাক করা হালকা বাদামি রংয়ের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাতে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস