রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার


প্রকৌশল প্রতিবেদক :
রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার মো. সোহেল ওরফে শফিউল্লাহ এর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। তার বিরুদ্ধে বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সোমবার পুলিশের এন্টি টেররিজম ইউনিট সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন এতথ্য নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার আলাতুন্নেসা স্কুল রোডের “হাফিজ শফিউল্লাহ জেনারেল স্টোর” থেকে মো. সোহেল ওরফে শফিউল্লাহ (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলের কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশ কিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি হাতে লেখা ডায়েরি জব্দ করা হয়েছে। সোহেল দীর্ঘদিন ধরে অনলাইনে উগ্রবাদী মতাদর্শের প্রচার চালাচ্ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি দেশে-বিদেশে অবস্থানরত আনসার আল ইসলামের সদস্যদের সাথে এনক্রিপ্টেড গ্রুপে যোগাযোগ রাখছিলেন।জিহাদের জন্য প্রশিক্ষণের আহবান করতেন।

এটিইউর দাবি আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ ও সহযোগীদের কাছে সাংঠনিক খবরাখবর ও বিভিন্ন উগ্রবাদী মতাদর্শের বই আদান-প্রদানেও সোহেল জড়িত ছিলেন।

প্রকৌশল নিউজ/এমআরএস