৩৩ স্বর্ণবারসহ এক রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে ৩৩ স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা বৃদ্ধকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতারকৃত রোহিঙ্গার নাম জয়নাল আবেদীন (৬৫), সে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে শূন্য রেখায় বসবাস করে।
সোমবার (৯ আগস্ট) সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক এলাকা থেকে গ্রেফতার করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি'র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৬টায় এক রোহিঙ্গা বৃদ্ধ মিয়ানমার সীমান্ত থেকে কুতুপালংয়ের দিকে পায়ে হেঁটে যাচ্ছিল। তাকে সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশি করা হয়। তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।'
তিনি আরও বলেন, 'আটক বৃদ্ধের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে।'
প্রকৌশলনিউজ/সু