সশস্ত্র গোষ্ঠী কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি


নিজস্ব পতিবেদক
সশস্ত্র গোষ্ঠী কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি
  • Font increase
  • Font Decrease

বান্দরবানের দুই উপজেলায় দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও অপহরণের পর বৃহস্পতিবার রাতে থানচি থানা লক্ষ্য করে গুলি করেছে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা থানচি থানা লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন। গোলাগুলির ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা এবং একটি বিজিবি ক্যাম্প। থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট।

গতকাল বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তারা থানচি বাজার ঘিরে ফেলে। ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।