সাংবাদিকের ভাইকে তুলে নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন


প্রকৌশল প্রতিনিধি :
সাংবাদিকের ভাইকে তুলে নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক সোহেল রানার ছোট ভাই শাহিন আলমকে তুলে নিয়ে গিয়ে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে নাচোল থানা পুলিশ তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যার পর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামে। 

এ ঘটনায় আজ রোববার নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টির সত্যা নিশ্চিত করে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, গতকাল শনিবার সন্ধ্যার পর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাংবাদিক সোহেল রানা ও তার ছোট ভাই শাহিন আলম নিজ বাড়ির পাশে খাবার পানির পাইপ মেরামত করছিল।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি