ঝড়-শিলাবৃষ্টিতে পীরগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি


আজাদুল ইসলাম আজাদ, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
ঝড়-শিলাবৃষ্টিতে পীরগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি
  • Font increase
  • Font Decrease

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ভুট্টা, ধান ও তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ভুট্টার গাছ, খেতের আধাপাকা বোরো ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে উত্তর পশ্চিম থেকে ধেয়ে আশা কালবৈশাখী ঝড়ে বড় দরগাহ্, শানের হাট এবং পাঁচগাছি ইউনিয়নের প্রায়  ৪০ হেক্টর জমির ধান, ৩ হেক্টর ভুট্টা, ৫ হেক্টর সব্জি শিলাবৃষ্টি আঘাত করে। উপজেলার বড় দরগাহ্ ইউনিয়নের গুর্জিপাড়া এবং শাসনেহাটের পার্বতীপুর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে। 

ক্ষতিগ্রস্ত একাধিক গ্রাম ঘুরে ও ক্ষতিগ্রস্ত এলাকার চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এলাকার সব লোকের পাঁচগাছি ইউনিয়নের এক কৃষকের ১০ বিঘা ধান নষ্ট হয়েছে। পার্বতীপুর গ্রামের কৃষক ছায়েদ খান বলেন, আমার ৭ বিঘা জমির ধান শিলাবৃষ্টি আঘাতে নষ্ট হয়েছে। সেইসাথে সুপারি বাগানে গাছসহ সব ধারণের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার ছাদেকুজ্জামান সরকার জানায়, আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় গুলো পরিদর্শন করেছি। আগামীতে ক্ষতিগ্রস্ত  কৃষকদের আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবো। তবে, কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা আজই নিরুপণ করা সম্ভব করা সম্ভব হয় নাই।