মেডিকেল কলেজে ভর্তিতে অনলাইন আবেদন শুরু


প্রকৌশল প্রতিবেদক :
মেডিকেল কলেজে ভর্তিতে অনলাইন আবেদন শুরু
  • Font increase
  • Font Decrease

দেশের সকল সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১ মার্চ পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে এমবিবিএস কোর্সের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মহামারি করোনার কারণে এ বছর এইচএসসিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে অটোপাস দেয়া হয়। ফলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ সহ এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিপিএসহ রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ কারণে এ বছর স্বাস্থ্য অধিদফতর আপাতত ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমনটা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করছে।

আরও জানা গেছে, দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

প্রকৌশল নিউজ/এস