নোবেলের বিরুদ্ধে থানায় আরও একটি জিডি


প্রকৌশল নিউজ :
নোবেলের বিরুদ্ধে থানায় আরও একটি জিডি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

সাম্প্রতিক সময়ের আলোচিত-সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দেশের সনামধন্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

সোমবার দুপুরে গণমাধ্যমকে ইথুন বাবু নিজেই এ তথ্য জানান। রাজধানীর হাতিরঝিল থানায় রোববার (২৩ মে) রাত ১০টায় নোবেলের বিরুদ্ধে এই সাধারণ ডায়েরি করেন তিনি। জিডি নং-৮৯৯।

জানা গেছে, ঈদের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

নোবেলের বিরুদ্ধে জিডির পর ইথুন বাবু জানিয়েছেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটা মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন এই সমালোচিত গায়ক। এই কাণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছে।

একাধিক বিতর্কে জড়ানোয় এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। একাধিক সিনেমার প্লেব্যাক থেকেও বাদ পড়েছেন তিনি।

প্রকৌশল নিউজ/এমআর