বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রোলের শিকার কঙ্গনা


প্রকৌশল নিউজ ডেস্ক :
বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রোলের শিকার কঙ্গনা
  • Font increase
  • Font Decrease

সম্প্রতি মেক্সিকোর টুলুম দ্বীপে বিকিনি পরে তোলা একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কঙ্গনা রনৌত। আর তাতেই নিন্দুকরা তাকে ট্রোল করতে শুরু করে।

ছবিতে দেখা যাচ্ছে, বিকিনি পরে খোলা চুলে সমুদ্রের ধারে বসে রোদ পোহাচ্ছেন কঙ্গনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনে দেখা অন্যতম আকর্ষনীয় জায়গা, সুন্দর কিন্তু ভীষণ অন্যরকম…রইল টুলুম দ্বীপ মেক্সিকোয় তোলা একটা ছবি।’

অনুরাগীরা এই ছবিটি দেখার পর কঙ্গনার প্রশংসা করলেও নিন্দুকরা কটাক্ষে সরব হয়েছেন। অনেকেই কৃষক আন্দোলনের প্রসঙ্গে টেনে কঙ্গনাকে ট্রোল করেছেন। ‘এই রকমের খোলামেলা পোশাক পরার কী প্রয়োজন?’ এমন প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ তো বলেছেন- ‘খবরে থাকতে শরীর প্রদর্শন করছেন।’

নিন্দুকের সেসব মন্তব্যের জবাব দিয়ে কঙ্গনা টুইটারে লেখেন, ‘আমার বিকিনি পরা ছবি দেখে কিছু মানুষ আমাকে ধর্ম ও সনাতন প্রথা নিয়ে উপদেশ দিচ্ছেন, যদি কখনও মা ভৈরবী মাথার চুল খুলে, বস্ত্রহীন হয়ে, রক্তপান করা অবতারে সামনে চলে আসে তাহলে আপনাদের কী হবে? অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তোমাদের, আর নিজেদের ভক্ত বলে দাবি করছো? ধর্মের পথে চলতে শেখো তার ঠিকাদার হতে যেও না… জয় শ্রী রাম।’