দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, শনাক্ত ৩৬২৯


প্রকৌশল প্রতিবেদক :
দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, শনাক্ত ৩৬২৯
  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ হাজার ৮৬৯ জন।

৩৪৯ টি ল্যাবে ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.০০ শতাংশ।

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ এবং নারী ২৬ জন। স্থান বিবেচনায় সরকারি হাসপাতালে ৫৩, বেসরকারি হাসপাতালে ৩৪ এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) দেশে ৪ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৯১ জন।