কাবুলে ঢুকে পড়ছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক :
কাবুলে ঢুকে পড়ছে তালেবান
  • Font increase
  • Font Decrease

যে কোন সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটতে পারে। তালেবান বাহিনী ঢুকে পড়তে শুরু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে।

তালেবানের হাতে জালালাবাদের পতনের কয়েক ঘণ্টার মধ্যে তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে শুরু করল।

দোহায় এক তালেবান নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আর যারা কাবুল ত্যাগ করতে চায়, তাদেরকে নিরাপদে চলে যেতে দেয়ার ব্যবস্থা করার নির্দেশও দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার প্রতিরোধ গড়ে তুলবে না আত্মসমর্পণ করবে, তা নিশ্চিত নয়।

এর আগে তালেবান বাহিনী জালালাবাদ ও খোশত প্রদেশের রাজধানী দখল করে।জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৮টির রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।