ইসলামী দলগুলোর মোদিবিরোধী বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ঢাকায় এসেছেন। আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি আসার প্রতিবাদে বিভিন্ন ধরনের মোদি বিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী সমমনা দল।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে প্রায় এক হাজার মুসল্লী এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে যোগ দেন।
জুমার নামাজের পর উত্তর গেইট থেকে মিছিলটি বের হওয়ার সময় রাস্তার পাশে পড়ে থাকা কয়েকটি ইট মুসল্লীরা তুলে পুলিশের দিকে নিক্ষেপ করেন। পরে মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল এর মোড় ঘুরে বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, কোন ধরনের সাংঘর্ষিক ঘটনা ঘটেনি।
তবে এই ইসলামিক সমমনা দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ছিল সতর্ক। প্রতিবাদ ও বিক্ষোভ করা দলগুলো হলো ফরায়েজী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্য আন্দোলন ও খেলাফত আন্দোলন।
সকাল থেকেই পল্টনের বিভিন্ন সড়কে ও বায়তুল মোকাররমের আশেপাশে প্রচুর সংখ্যক পুলিশ অবস্থান নেয়। পুলিশ পল্টনের বিভিন্ন সড়ক বেরিকেড দিয়ে বন্ধ করে দেয়। এ সময় ঐ সমস্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে পুলিশের পক্ষ থেকে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭মার্চ থেকে ২৬ মার্চ দশ দিন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে রাজধানীতে সমাবেশ না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।