দেশে টিকা নিয়ে ব্যবসা হওয়ার আশঙ্কা ডা. জাফরুল্লাহর
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে দেশে ব্যবসার পাঁয়তারা হচ্ছে।
শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এমন অভিযোগ করেন।
তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, করোনাকালে দেখেন, ব্যবসা কী রকম করছে? যে ভ্যাকসিন এখনও সঠিক কিনা প্রমাণিত হয়নি, সেটা আমরা পাঁচ ডলার দিয়ে কিনে ফেলেছি।
“তিন ডলারে কিনে পাঁচ ডলারে বিক্রি করবে। আজকে তারা দুই ডলার করে লাভ করবে। সম্ভবত সরকার যে ১৫০০ কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করেছে, তা অগ্রিম উনি (সালমান রহমান) নিয়ে নিয়েছেন। কিন্তু ভ্যাকসিনের কোনো দেখা নেই।”
উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, এই টিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনা হবে। সরবরাহ খরচসহ প্রতি ডোজের দাম পড়বে ৫ মার্কিন ডলার।
এর বাইরে বেসরকারি খাতের কর্মীদের জন্য আরও ১০ লাখ ডোজ টিকার আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
জাফরুল্লাহ বলেন, “ভ্যাকসিন নিয়ে এতো তাড়াহুড়া করার কিছু নেই। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এটা প্রমাণিত হলে বিনা পয়সায় আমরা পাব। তার জন্য গ্যাভি আছে, ইউনিসেফ আছে।”
টিকা প্রাপ্তিতে বাংলাদেশের সুযোগ হারানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা ভারতের দিকে চেয়ে আছি। আমরা কীভাবে সুযোগ হারিয়েছি? সিনোভ্যাক বিনা পয়সায় আসতে চাইল বাংলাদেশে ট্রায়ালের জন্য, আমরা দেইনি।
“আমরা এখন পিছনে ঘুরছি, তারা বলছে আমাদের সময় নেই। এই জাতীয় জিনিস কারা করে… যদি সরকার জনগণের না হয়, যারা জনগণের কথা চিন্তাই আনে না।”
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক সমিতির উদ্যোগে ‘করোনোকালীন সময়ে ২ কোটি গরীব ও মধ্যবিত্ত পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে অনুদান ও ভাড়াটিয়াদের ঘর ভাড়া অর্ধেক করা’র দাবিতে এই মতবিনিময় সভা হয়। এতে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন রত্মা বাড়ৈ।
সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ উল্ল্যাহ মধুর পরিচালনায় মতবিনিময় সভায় গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ বক্তব্য দেন।