করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু


প্রকৌশল প্রতিবেদক :
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
  • Font increase
  • Font Decrease

সব আলোচনার অবসান ঘটিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।  

বৃহস্পতিবার সারাদেশে এ কার্যক্রম শুরু হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২য় ডোজ টিকা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল।

এর আগে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া জানান, টিকা নিলেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো ডাক্তার-নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।