খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও ৮ জন করোনায় আক্রান্ত


প্রকৌশল নিউজ :
খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও ৮ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও তার গুলশানের বাসা ফিরোজায় আরও ৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের  সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক ডা. মামুন।

তিনি বলেন, ‘ম্যাডামসহ মোট নয়জন আক্রান্ত। আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। কোনো উপগর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নাই।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি  বলেন, 'বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। শনিবার আইসিডিডিআরবি’তে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে যেটা পেয়েছি সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে খালেদা জিয়ার করোনায় আাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআর