দ্বিতীয় দিনেও কঠোর লকডাউন
সারা দেশে আট দিনের লকডাউন চলছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশেই চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে। সারা দেশের সড়কগুলোতে যান চলাচল রয়েছে খুবই কম। রাস্তার মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে চেক করছে পুলিশ। প্রধান প্রধান সড়কগুলোকে চেকপোস্ট বসানো হয়েছে। আবার কোনো কোনো সড়কপথ ব্যবহার বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে সারা দেশেই চলছে দ্বিতীয় দিনের কঠোর লকডাউন।
লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকার রাস্তায় বেশকিছু রিকশার চলাচল দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় একেবারেই কম। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশি। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাও চলতে দেখা গেছে। দ্বিতীয় দিনের লকডাউনে ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে চেকপোস্টের সামনে গাড়ির লম্বা লাইন দেখা গেছে।
তবে লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার যেহেতু ব্যাংক, শেয়ারবাজার ও শিল্পকারখানা খোলা রয়েছে ফলে স্বাভাবিকভাবেই চলাচাল বেড়েছে। তবে প্রথম দিন সরকারি ছুটি থাকায় মানুষের চলাচল কম ছিল।
লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় ফার্মগেট, প্রগতি সরণি, রোকেয়া সরণি, মতিঝিল, মিরপুর রোডে পুলিশের চেকপোস্টগুলোতে গাড়ির চাপ ছিল। অফিশিয়াল গাড়ি, মুভমেন্ট পাস, অফিস আইডি কার্ড চেক করছিলেন পুলিশের সদস্যরা। ফার্মগেটে সড়কের মাঝখানে প্রতিবন্ধকতা দিয়ে চলাচল করা গাড়ি, মোটরসাইকেল ও সিএনজিগুলোকে চেক করা হচ্ছিল। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁরা যৌক্তিক কোনো না কোনো পরিচয়পত্র দেখাচ্ছেন বা মুভমেন্ট পাস দেখাচ্ছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশের সকল জেলায় কঠোরভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। সবগুলো বিভাগীয় শহরের রাস্তাগুলো ফাঁকা রয়েছে। একই অবস্থা রয়েছে জেলা শহরগুলোতেও।
প্রকৌশল নিউজ/এমআর