অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি টিআইবির
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার বেলা ১১টায় ‘করোনাকালে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল আয়োজনের মূল প্রবন্ধে এ দাবি জানায় টিআইবি।
মূল প্রবন্ধ উপস্থাপনে জানানো হয়, সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কয়েকজন গ্রেপ্তার, আটক হয়েছেন। সাংবাদিক রোজিনা ইসলাম অফিসিয়াল সিক্রেক্ট অ্যাক্টে গ্রেপ্তার হন।
অনুসন্ধানী সাংবাদিকতার স্বার্থ ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, অনুসন্ধানী সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের আরও দৃষ্টি দিতে হবে। এছাড়া করোনাকালের সাংবাদিকতায় করোনার হার বৃদ্ধি, নির্দিষ্ট সময়ের মধ্যে করোনায় আক্রান্তের হার বিষয়ক প্রতিবেদনের সমালোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।