কঠোর বিধিনিষেধের ৪র্থ দিন : দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯ জন
কঠোর বিধিনিষেধে অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর দায়ে রোববার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৩০৯টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫ শত টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১৩ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, চলতি কঠোর বিধিনিষেধের প্রথম ৩ দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া, র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা, শুক্রবার ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা এবং শনিবার ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।